ইউটিউবার শিশু সিরাজের উপার্জনে গ্রামে দাঁড়িয়ে গেল আধুনিক স্কুল

ইউটিউবার শিশু সিরাজের উপার্জনে গ্রামে দাঁড়িয়ে গেল আধুনিক স্কুল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৫২, ১৭ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানের গিলগিত-বালতিস্তানের দুর্গম একটি গ্রাম থেকে উঠে আসা জনপ্রিয় শিশু ইউটিউবার মোহাম্মদ সিরাজ ও তার বোন মুসকান শুধু অনলাইনে খ্যাতিই অর্জন করেননি, বরং সেই খ্যাতিকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন এক অনন্য দৃষ্টান্ত।

নিজেদের উপার্জিত অর্থ ব্যয় করছেন সমাজ উন্নয়ন ও শিক্ষায়। বিশেষ করে গ্রামের ভগ্নপ্রায় একটি স্কুলকে আধুনিক রূপ দিয়ে নতুন নামে পরিচিত করেছেন ‘জাকি একাডেমি’।

সিরাজ ও মুসকান তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় সংস্কৃতি ও সাধারণ মানুষের সহজ-সরল জীবনচিত্র তুলে ধরে লাখো দর্শকের মন জয় করেছেন। সেই জনপ্রিয়তাকে সমাজের জন্য কাজে লাগিয়ে তারা এগিয়ে এসেছেন শিশুদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে।

সিরাজের বাবা মোহাম্মদ তাকি জানিয়েছেন, আগে স্কুলটির অবস্থা ছিল অত্যন্ত করুণ। শিশুদের খোলা আকাশের নিচে ক্লাস করতে হতো, অনেকের কাছে জুতো বা ইউনিফর্ম ছিল না, মৌলিক সুবিধার অভাব ছিল চরম। তখন তিনি পরিবার নিয়ে ইসলামাবাদে চলে যাওয়ার কথাও ভেবেছিলেন। তবে শেষ পর্যন্ত থেকে গিয়েছেন গ্রামের উন্নয়নে কাজ করার প্রত্যয়ে।

স্কুল উন্নয়নের কাজ শুরু হয় সিরাজের ইউটিউব আয়ের টাকায়। তবে একা ছিলেন না তারা। সহযোগিতার হাত বাড়িয়ে দেন দাতা ফৌজিয়া জাকি ও তার ভাতিজি জেহরা জাইদি। তাদের অর্থায়নে জমি কেনা থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত সব কাজ সম্পন্ন হয়। মাত্র এক থেকে দেড় বছরের মধ্যেই দাঁড়িয়ে যায় আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘জাকি একাডেমি’।

সিরাজ এক ভিডিও বার্তায় বলেন, “যে কাজই করেন, নিয়ত যেন পরিষ্কার থাকে। আল্লাহ সফলতা দেবেন। তবে সব সময় অন্যদের জন্য সামান্য হলেও সহজ বা ভালো কিছু করার চেষ্টা করতে হবে।”

বর্তমানে স্কুলটিতে রয়েছে আধুনিক শ্রেণিকক্ষ, মানসম্মত পাঠদান, কম্পিউটার ল্যাব, ক্যানটিন, খেলাধুলার মাঠ ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ।

২০২৪ সালের শুরুতে সিরাজ ভাইরাল হয়ে ওঠে তার মজার ভিডিওগুলো দিয়ে। যেখানে দেখা যায় সে গ্রামের পথ ধরে হাঁটছে, ছাগলের সঙ্গে খেলছে, উৎসবে অংশ নিচ্ছে কিংবা নিজের দিনলিপি বলছে সরল ভঙ্গিতে। তার ভাঙা উর্দু, নিষ্পাপ হাসি আর সহজ-সরল গল্প বলার ধরন তাকে মুহূর্তেই করে তোলে সবার প্রিয়।

বর্তমানে সিরাজের ইনস্টাগ্রামে ২২ লাখ, ফেসবুকে ২৪ লাখ এবং ইউটিউবে ১৮ লাখ অনুসারী রয়েছে।

সূত্র: গালফ নিউজ

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement