‘ডন ৩’-এ জেমস বন্ডের ছায়ায় রণবীর সিং!

Published : ১৩:২০, ১৭ সেপ্টেম্বর ২০২৫
বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং সবসময়ই তার প্রতিটি সিনেমায় নতুন নতুন চরিত্রে অভিনয় করে ভক্ত-দর্শকদের চমকে দেন। প্রতিটি ছবিতেই তিনি নিজের অভিনয়ের বহুমাত্রিকতা তুলে ধরেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন তার বহুল আলোচিত আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’-এর শুটিং নিয়ে।
এই ছবিতে রণবীরকে দেখা যাবে একেবারে ভিন্ন এক রূপে। তবে এরই মধ্যে বলিউড অঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে, ‘ধুরন্ধর’-এর কাজ শেষ করেই রণবীর ঝাঁপিয়ে পড়বেন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও কালজয়ী ফ্র্যাঞ্চাইজি ‘ডন ৩’-এর শুটিংয়ে।
ভারতীয় শীর্ষ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যেই ‘ধুরন্ধর’-এর কাজ শেষ করবেন রণবীর সিং। এরপর খুব শিগগিরই তিনি ‘ডন ৩’-এর প্রস্তুতি শুরু করবেন। জানা গেছে, আগামী বছরের জানুয়ারি মাস থেকে ফারহান আখতার পরিচালিত এই ছবির শুটিং শুরু হবে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, নতুন এই ছবিতে রণবীরকে উপস্থাপন করা হবে একেবারে ভিন্ন মাত্রায়। ‘ডন ৩’-এ তার চরিত্রটি অনেকটা আধুনিক জেমস বন্ড-এর আদলে সাজানো হচ্ছে, যা নিঃসন্দেহে দর্শকদের জন্য বড় এক চমক হতে যাচ্ছে। আর এই ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করতে পারেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন।
তবে এর আগে শেষ করতে হবে ‘ধুরন্ধর’-এর পোস্ট-প্রোডাকশনের কাজ। যদিও রণবীরের অংশের শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে, ছবির অন্যান্য দৃশ্যধারণ ও টেকনিক্যাল কাজ চলতে থাকবে আরও কিছুদিন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ‘ধুরন্ধর’। আর এই ছবির মাধ্যমেই আবারও অ্যাকশন ঘরানার নতুন অবতারে হাজির হবেন রণবীর সিং।
BD/AN