অক্ষয়ের ব্যর্থ প্রেমের ধাক্কায় আত্মহত্যার চেষ্টা? রাভিনার

Published : ১৩:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫
‘টিপ টিপ বারসা পানি’ গানটির কথা উঠলেই আজও নস্টালজিয়ায় ভেসে যান বলিউডপ্রেমীরা। নব্বইয়ের দশকে অক্ষয় কুমার আর রাভিনা ট্যান্ডনের জুটির তুমুল রোমান্সে ভেসেছিল দর্শক। বিশেষ করে ভেজা হলুদ শাড়িতে রাভিনার আবেদনী উপস্থিতি দর্শকদের হৃদয় কাঁপিয়ে দিয়েছিল। রাতারাতি তার ফ্যান-ফলোয়িং তিনগুণ বেড়ে গিয়েছিল বলেও সে সময় আলোচনায় আসে।
সেই সময় শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও একে অপরের প্রেমে মজেছিলেন অক্ষয় ও রাভিনা। তাদের প্রেমের খবর নিয়ে সরগরম হয়ে উঠেছিল পুরো বলিউডপাড়া। কিন্তু সুখের সেই দিনগুলো দীর্ঘস্থায়ী হয়নি।
‘খিলাড়িও কা খিলাড়ি’ ছবির শুটিং চলাকালে ঘটনাস্থল ঘুরে যায়। ছবির আরেক তারকা রেখার নজর যখন অক্ষয়ের দিকে পড়ল, তখন থেকেই বাড়তে থাকে টানাপোড়েন। রাভিনা প্রকাশ্যেই রেখাকে দূরে থাকতে বলেছিলেন। কিন্তু সেই সতর্কবার্তার পরও হঠাৎ করেই অক্ষয়-রাভিনার সম্পর্কের ভাঙন শুরু হয়। খুব দ্রুতই ভেঙে যায় সেই প্রেমের অধ্যায়।
বলিউডের অন্দরে দীর্ঘদিন ধরে শোনা যায়, হঠাৎ বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাভিনা। এমনকি গুঞ্জন ছড়ায়, তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। তবে রাভিনা নিজে এই অভিযোগ বরাবরই উড়িয়ে দিয়েছেন। তার দাবি, “আত্মহত্যা নয়, আমি তখন ডায়রিয়ায় ভুগছিলাম।”
তবুও রাভিনার ঘনিষ্ঠ মহলের অনেকেই আজও বলেন, আত্মহত্যার সেই খবর নিছক গুজব ছিল না। অক্ষয়ের সঙ্গে সম্পর্কচ্ছেদের ধাক্কা সামলাতেই এমন পরিস্থিতিতে পড়েছিলেন তিনি।
আজও এই ঘটনা নিয়ে বলিউডের অন্দরমহলে কানাঘুষা হয়, আর ভক্তদের মনে তৈরি করে অজস্র প্রশ্ন।
BD/AN