টাঙ্গাইলে এক ডগায় ২০ লাউ!

Published : ১৭:৪২, ৮ মে ২০২৫
এক ডগায় এক লাউ, এটাই স্বাভাবিক। এক ডগায় দুই-তিনটি লাউ ধরলেও অনেকের কাছে স্বাভাবিক মনে হবে। কিন্তু লাউ গাছের এক ডগায় ২০টি লাউ এটা কি অবিশ্বাস্য নয়?
অবিশ্বাস্য হলেও সত্য, লাউ গছের একই ডগায় ২০টি লাউ ধরেছে। ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়াগ্রামের শাহানুর খান ও রেনু বেগম দম্পত্বির বাড়িতে।
এতে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। এক ডগায় ২০ লাউ ধরার দৃশ্য দেখতে গ্রামের ওই বাড়িতে অনেকেই ভিড় জমাচ্ছেন।
শাহানুর-রেনু দম্পতি বলেন, সবজির চাহিদা মোটানোর জন্য তারা তাদের বাড়িতে কয়েকটি লাউ গাছ লাগান। ইতোমধ্যে গাছগুলোতে অনেকগুলো লাউ স্বাভাবিক ভাবেই ধরেছে। লাউগুলো তারা খেয়েছেন এবং বিক্রি করেছেন।
এরই মধ্যে একটি লাউয়ের গাছে হঠাৎ একটি গিট (গাছের শাখার সংযোগ স্থল) থেকে অসংখ্য লাউয়ের ফুল বের হতে থাকে এবং কচি লাউ আসা শুরু করে। ওই ডাগা বা গিটে এক এক করে ২০টি লাউ ধরেছে যা দেখতে একটি থোকার মতো মনে হয়।
প্রতিবেশী বাবর আলী খান বলেন, লাউ গাছের একটি ডগায় একসাথে এতগুলো লাউ ধরার দৃশ্য কোনদিনও দেখিনি। জীবনের এই প্রথম এক সাথে একটি ডগায় ২০ টি লাউ ধরা দেখলাম।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, এক ডগায় অসংখ্য লাউ ধরা অস্বাভাবিক কোনো ঘটনা না। এটা জেনেটিক সমস্যাসহ নানা কারনে এ রকম ঘটনা ঘটতে পারে।
বিডি/ও