পাথরঘাটায় রহস্যজনক বিষপানে ৫ স্কুলছাত্রী হাসপাতালে

পাথরঘাটায় রহস্যজনক বিষপানে ৫ স্কুলছাত্রী হাসপাতালে

The Business Daily Desk

Published : ২০:৩৯, ১১ আগস্ট ২০২৫

বরগুনার পাথরঘাটায় রহস্যজনকভাবে বিষমিশ্রিত পানি পানে ৫ স্কুলছাত্রী অসুস্থ হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে তাদেরকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

এর আগে সকাল দশটার দিকে রুপধন বন্দর আমেরিয়াবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

তারা হলেন, আরিসা আক্তার, তাসমিম আক্তার, মনিরা ইয়াসমিন, জান্নতী, সাবিনা ইয়াসমিন ও সুরাইয়া। তারা সকলেই ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয় সূত্র জানা যায়, সকাল ৮টায় কোচিং শেষে ক্লাস শুরুর আগে ছাত্রী সাবিনা ইয়াসমিনের ব্যাগে থাকা পানির বোতল থেকে পানি পান করে। পানির গন্ধ পেয়ে বিষয়টি অন্যদের জানায়। এরপর ওই পানি থেকে আরও ৪ ছাত্রী পান করে অসুস্থ হয়ে পড়ে। অন্য ৪ শিক্ষার্থীর ব্যাগে থাকা পানি ও খাবার থেকেও বিষাক্ত গন্ধ বের হচ্ছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির জানান, ষষ্ঠ শ্রেণির ছাত্রী মনিরা ও সাবিনা হঠাৎ করে ক্লাসরুমে এসে জানান, পানির বোতল এবং খাবারের মধ্যে বিষের গন্ধ পাচ্ছেন। এরপর আমরা ষষ্ঠ শ্রেণির ক্লাসে গিয়ে পানির বোতল ও খাবারের মধ্য থেকে বিষাক্ত গন্ধ পাই। তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানাই। শিক্ষা কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে আসেন এবং শিক্ষার্থীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আল আমিন জানান, ৫ জন শিক্ষার্থীকে নিয়ে আসলে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। তারা আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে। এরপরও যদি প্রয়োজন হয় তবে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হবে।

পাথরঘাটা উপজেলা মাৃধ্যমিক একাডেমিক সুপারভাইজার (ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা) মনিরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে চলে যাই। ঘটনায় তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য কাজ চলছে।

শেয়ার করুনঃ
Advertisement