নীলফামারীর সৈয়দপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, রহস্য কাটিয়ে উঠছে

নীলফামারীর সৈয়দপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, রহস্য কাটিয়ে উঠছে

The Business Daily Desk

Published : ১৯:৩৯, ১২ আগস্ট ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে একটি রেলওয়ে কোয়ার্টার থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতার নাম আলেমা বেগম (৪০)। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে মুন্সিপাড়া এলাকার মোহাম্মদ জাহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির কোয়ার্টার থেকে এই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুই দিন আগে ঢাকার বিক্রমপুর থেকে আলেমা বেগমকে জাহিদুল ইসলাম তার কোয়ার্টারে নিয়ে আসেন। এরপর থেকে ওই কোয়ার্টারের দরজা তালাবদ্ধ ছিল। মঙ্গলবার সকালে পাশের বাড়ির ভাড়াটে সেলিনা বেগমকে জাহিদুল ফোন দিয়ে জানান, বাড়িতে একজন মৃত ব্যক্তি রয়েছেন এবং পুলিশ যেন লাশ নিয়ে যায়। এর পরেই সেলিনা বেগম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে একত্রিত হন এবং পুলিশকে খবর দেন।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, জাহিদুল ইসলামের গ্রামের বাড়ি কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব চাপড়া গ্রামে এবং তার পিতা মৃত জামাল উদ্দিন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান, লাশ ও বাসা জিম্মায় নেওয়া হয়েছে। রংপুর পুলিশের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছে। এরপর লাশ থানায় নিয়ে যাওয়া হবে এবং ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করা হবে।

তিনি আরও জানান, নিহতের স্বজন ও জাহিদুল ইসলামকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে দ্রুত ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement