গ্রাহকের আমানত আত্মসাতের অভিযোগে আহমেদীয়া সমবায়ের ৫০ কোটি টাকার বাণিজ্যিক ভবন ক্রোক

গ্রাহকের আমানত আত্মসাতের অভিযোগে আহমেদীয়া সমবায়ের ৫০ কোটি টাকার বাণিজ্যিক ভবন ক্রোক

The Business Daily

Published : ১২:৫৩, ১২ আগস্ট ২০২৫

আহমেদীয়া ফাইন্যান্স এন্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদের বিরুদ্ধে গ্রাহকের আমানত আত্মসাতের অভিযোগে সিআইডি তদন্তে বেরিয়ে আসে তিনি প্রায় ৫৮ কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন। আদালতের নির্দেশে কাফরুলের ইব্রাহিম মৌজায় অবস্থিত ৫০ কোটি টাকার ‘ইউরো স্টার টাওয়ার’ ভবনটি ক্রোক করা হয়েছে। মামলাটি মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় দায়ের ও তদন্তাধীন রয়েছে।

অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গ্রাহকের আমানত আত্মসাতের অভিযোগে আহমেদীয়া ফাইন্যান্স এন্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদের মালিকানাধীন ৫০ কোটি টাকার একটি বাণিজ্যিক ভবন ক্রোক করেছে। কাফরুল থানাধীন ইব্রাহিম মৌজায় অবস্থিত ১০ তলা ‘ইউরো স্টার টাওয়ার’ নামের ভবনটির মালিকানা বর্তমানে আদালতের নির্দেশে বাজেয়াপ্ত রয়েছে।

২০০৫ সালে আহমেদীয়া বহুমুখী সমবায় সমিতি নামে প্রতিষ্ঠানটি নিবন্ধিত হয় এবং পরবর্তীতে ২০০৬ সালে নাম পরিবর্তন করে বর্তমান নাম গ্রহণ করে। মনির আহমেদ সমিতির কার্যক্রমকে সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের কাছ থেকেও আমানত সংগ্রহ শুরু করেন। মুনাফার লোভ দেখিয়ে মিরপুর, ক্যান্টনমেন্ট, বনানী, মহাখালী, কাফরুলসহ আশপাশের এলাকা থেকে প্রায় এক হাজার একশ’ জনের কাছ থেকে ৫৮ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

প্রাথমিক তদন্তে সিআইডি নিশ্চিত করে যে, প্রতারণার মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে মনির আহমেদ বিপুল জমি ও স্থাবর সম্পত্তি অর্জন করেছেন। তদন্ত কর্মকর্তার আবেদন শেষে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত ১৬ জুলাই ২০২৫ তারিখে ‘ইউরো স্টার টাওয়ার’ ভবনটি ক্রোকের আদেশ দেন।

মামলাটি কাফরুল থানায় ২০২৩ সালের ১৯ নভেম্বর মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী-২০১৫) এর ৪(২) ও ৪ ধারায় দায়ের করা হয় এবং বর্তমানে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্ত পরিচালনা করছে। তদন্ত চলছে ভবন ছাড়াও অন্য সম্পদ ক্রোকের বিষয়েও।

গ্রাহকদের প্রতি আস্থা রক্ষায় এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ভবিষ্যতে এরকম ঘটনা প্রতিরোধে নিয়ন্ত্রণ ও তদারকির ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

A

শেয়ার করুনঃ
Advertisement