ড্রোন শো পরিচালনার প্রশিক্ষণে চীন যাচ্ছেন বাংলাদেশের ১১ জন

Published : ০১:১৯, ১৪ আগস্ট ২০২৫
বাংলাদেশ থেকে ড্রোন শো পরিচালনার প্রশিক্ষণ নিতে ১১ জন প্রশিক্ষণার্থী চীনে যাচ্ছেন। এক মাসব্যাপী এই প্রশিক্ষণ সাংহাই ও গুয়াংজুতে অনুষ্ঠিত হবে এবং এর সম্পূর্ণ ব্যয় বহন করবে চীন। প্রশিক্ষণ শেষে তারা দেশে ড্রোন শো পরিচালনা ও প্রশিক্ষণ কার্যক্রমে অবদান রাখবেন।
বাংলাদেশে ড্রোন শো আয়োজন ও পরিচালনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১১ জন প্রশিক্ষণার্থী চীনে যাচ্ছেন। এক মাসব্যাপী এই প্রশিক্ষণ চীনের সাংহাই ও গুয়াংজু শহরে অনুষ্ঠিত হবে। বুধবার (১৩ আগস্ট) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত ড্রোন প্রশিক্ষণ উপলক্ষে অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন, ড্রোন গল্প বলার একটি আধুনিক মাধ্যম, যা প্রযুক্তি ও শিল্পের সমন্বয়ে তৈরি। এটি ন্যারেটিভ তৈরির একটি কার্যকর উপায় হিসেবেও ব্যবহৃত হচ্ছে। সাম্প্রতিক সময়ে চীনের সহযোগিতায় বাংলাদেশে প্রদর্শিত ছয়টি ড্রোন শো তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এসব শোর পেছনে অনেক তরুণ কাজ করেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে পরিকল্পনা তৈরি করেছেন, যার ফলে দর্শকের সঙ্গে গভীর সম্পৃক্ততা তৈরি হয়েছে।
সংস্কৃতি উপদেষ্টা জানান, প্রশিক্ষণের সকল খরচ বহন করবে চীন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা দেশে ফিরে ড্রোন শো পরিচালনা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এই ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবেন। তিনি আরও জানান, শিগগিরই চিত্রকর্ম সংরক্ষণের প্রশিক্ষণ নিতে ১৫ সদস্যের একটি দল চীন যাবে। এছাড়া মিউজিয়ামের প্রসার এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আরেকটি দল চীনে প্রশিক্ষণ নেবে।
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন সংস্কৃতি ও প্রযুক্তি বিনিময়ে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে। সংস্কৃতি মন্ত্রণালয় ও চীনের যৌথ উদ্যোগে ট্র্যাডিশনাল মিডিয়া, নিউ মিডিয়া এবং কালচারাল হেরিটেজ সংরক্ষণের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
A