অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের এক লাখ টাকা জরিমানা ও সাজা

অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের এক লাখ টাকা জরিমানা ও সাজা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৭:৪৬, ২৪ আগস্ট ২০২৫

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গড়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে দুই ড্রেজার চালককে সাত দিন করে কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর এলাকায় স্থানীয় প্রশাসনের অভিযানের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভূমি কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন আদালত পরিচালনা করেন। অভিযানের সময় জানা যায়, মনিরুল ও মিরাজুল নামে দুই যুবক অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। তারা কুষ্টিয়া ও পাবনার জেলার বাসিন্দা।

উপজেলা সহকারী কমিশনার এহসানুল হক শিপন জানান, নদীর অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement