দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

Published : ১৬:৪৬, ২১ সেপ্টেম্বর ২০২৫
দিনাজপুরের ঘোড়াঘাটে দায়িত্ব পালনরত অবস্থায় মিজানুর রহমান (৫৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, ওইদিন সকালে থানার গুরুত্বপূর্ণ সরকারি ডাক পৌঁছে দেওয়ার জন্য হাকিমপুর সার্কেল অফিসে যাচ্ছিলেন মিজানুর রহমান। পথে উপজেলার ডুগডুগি বাজার এলাকায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে থানার জরুরি মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
BD/AN