যাত্রাবাড়ীতে মধ্যযুগীয় কায়দায় বৃদ্ধা খুন, ঘটনার পুরো বিবরণ

যাত্রাবাড়ীতে মধ্যযুগীয় কায়দায় বৃদ্ধা খুন, ঘটনার পুরো বিবরণ ছবি: বিজনেস ডেইলি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৪১, ২১ সেপ্টেম্বর ২০২৫

যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় হাসিনা বেগম (৬৩) নামের এক বৃদ্ধাকে শিল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক সাজেদুল হক সাজু (৩২) কে পুলিশ গ্রেপ্তার করেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালেই নিজ ঘর থেকে রক্তাক্ত অবস্থায় হাসিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

নিহত হাসিনা বেগম জামালপুর সদর উপজেলার জোয়ানেরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ধলপুর ওয়াসা রোড সিটি পল্লিতে ভাড়া বাসায় একা থাকতেন। প্রায় ২০ বছর আগে স্বামী নুরুল ইসলাম মারা যান। একমাত্র মেয়ে শ্বশুরবাড়িতে গ্রামে থাকেন। স্থানীয় বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন হাসিনা।

নিহতের ভাতিজা আশরাফ আলী জানান, এলাকার যুবক সাজেদুল হক সাজুর সঙ্গে তার খালার ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। তিনি প্রায়ই হাসিনার বাজারসদাই করে দিতেন এবং নাতির মতোই সম্পর্ক বজায় রাখতেন। গত শনিবার সকালে হঠাৎ শিল দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হাসিনাকে হত্যা করেন সাজেদুল। এরপর বাইরে থেকে দরজা তালা মেরে পাশের দোকানে গিয়ে চা পান করতে থাকেন।

পরে প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে রক্তাক্ত নিথর দেহ দেখতে পান। তখনই দোকান থেকে সাজেদুলকে ধরে আনা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

ঘটনায় আশরাফ আলী বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সাজেদুলকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনিই হত্যার সঙ্গে জড়িত। তবে হত্যার প্রকৃত কারণ এখনো পরিষ্কার নয়।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement