কুমিল্লাকে বিভাগ ঘোষণা করলে নোয়াখালী মানবে না – ঢাকাস্থ জেলা সমিতি
ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতি জানিয়েছে, কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হলে তারা তা মেনে নেবে না। সোমবার জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ বিষয়টি প্রকাশ করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, নোয়াখালী জেলার আয়তন ২০০০ বর্গকিলোমিটার এবং এটি সমুদ্র বন্দর সমৃদ্ধ। বাংলাদেশের স্বাধীনতায় নোয়াখালীর নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সিরাজুল আলম খানের অবদান ছাড়া হয়তো বাংলাদেশের স্বাধীনতা সম্ভব হত না। আ স ম আব্দুর রব বাংলাদেশের পতাকা উত্তোলন করেছেন।
প্রথিতযশা সাংবাদিকরা ও বাংলাদেশের প্রথম জেলা কমিটির উদ্ভবও নোয়াখালীর সঙ্গে জড়িত। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করার জন্য জোর প্রচেষ্টা করা হবে। বর্তমানে সিলেট, রংপুর ও ময়মনসিংহকে বিভাগ করা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু নোয়াখালীকে প্রথম অগ্রাধিকার ভিত্তিতে বিভাগ করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক সচিব ও জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি কেএম মোজাম্মেল হক বলেন, নোয়াখালী জেলার তিন হাজার বছরের ইতিহাস রয়েছে। কুমিল্লার চেয়ে নোয়াখালী ১২০০ বর্গকিলোমিটার বেশি আয়তনের এবং জনসংখ্যা ৪০ লাখ। সরকারের গুরুত্বপূর্ণ অফিসসমূহ এবং বিভিন্ন প্রখ্যাত ব্যক্তির বাড়ি নোয়াখালীতে অবস্থিত।
নদীবন্দরসহ ব্লু ইকোনমি অর্থাৎ সমুদ্র অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ নোয়াখালীতে রয়েছে। দেশের অর্থনীতি ও ব্যবসায় নোয়াখালীর শিল্পপতিদের অবদান প্রায় ত্রিশ ভাগ। প্রশাসন বিকেন্দ্রীকরণ এবং জনগণের দোড়গড়ায় সেবা পৌঁছাতে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মাবুদ। এতে বিএনপি, জামায়াত, গণঅধিকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।