গাইবান্ধার সেই নারীর অ্যানথ্রাক্সে মৃত্যু হয়নি, সিভিল সার্জন

গাইবান্ধার সেই নারীর অ্যানথ্রাক্সে মৃত্যু হয়নি, সিভিল সার্জন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৫৩, ৬ অক্টোবর ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মোছা. রোজিনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ ৬ অক্টোবর সোমবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা সিভিল সার্জন মো. রফিকুজ্জামান।

তিনি বলেন, গত ৪ অক্টোবর রোজিনা বেগম (৪৫) নামে এক নারী সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ওই নারী প্রেসার ছিল। প্রেসারের কারণে হার্টে সমস্যা দেখা দেয়। এছাড়া ওই নারী জটিল রোগে আক্রান্ত ছিল। একইসঙ্গে তার হাতে ফোসকা ছিল।

যেটিকে আমরা অ্যানথ্রাক্সের উপসর্গ বলেছি। কিন্তু ওই নারী অ্যানথ্রাক্সের কারণে মারা গেছে বিষয়টি সঠিক নয়। এটি বিভ্রান্তিমূলক। কেননা অ্যানথ্রাক্সে চামড়ায় উপসর্গ দেখা দেয়, সেটিতে মানুষের মৃত্যুর কোনো কারণ নেই। মূলত ওই নারী অন্যান্য জটিল রোগের কারণে মারা গেছেন।

সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের রোজিনা নামে এক রোগী অ্যানথ্রাক্স রোগে মৃত্যুবরণ করেছেন এমন একটি গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের মো. আবুল হোসেনের স্ত্রী রোজিনা বেগম তার অসুস্থ ছাগল জবাই করেন। মাংস কাটার সময় হাড়ের আঘাতে ওই নারীর হাতে খেঁাচা লাগে। পরে দুটি ফোসকা দেখা দেয়।

এতে ওই নারী প্রথমে স্থানীয় এবং পরে উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা নেন। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক বলেন, চিকিৎসা নিতে আসা ওই নারীর প্রেসার, শ্বাসকষ্ট ও অন্যান্য জটিল সমস্যা ছিল।

একইসঙ্গে তার হাতের চামড়ায় অ্যানথ্রাক্সের উপসর্গ ছিল। তিনি বলেন, চামড়ায় অ্যানথ্রাক্স আক্রান্তের কারণে ওই নারীর মৃত্যু হওয়ার কথা নয়। কেননা এই রোগে মানুষের মৃত্যু নেই বললেই চলে। গত ৪ অক্টোবর ওই রোগী খুব খারাপ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসেছিলেন। প্রয়োজনীয় চিকিৎসা দিয়েই তাকে রংপুর মেডিকেল রেফার করা হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement