ফাঁকা গ্যাস সিলিন্ডার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

Published : ২৩:৩২, ৬ অক্টোবর ২০২৫
গাইবান্ধার পলাশবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ শাহিন আলম (২০) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব বস্তা ভর্তি গাঁজা ফাঁকা গ্যাস সিলিন্ডারে ভিতরে করে পাচার করছিলেন।
শাহিন আলম কুড়িগামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি এলাকার আক্কাস আলীর ছেলে। ৬ অক্টোবর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার মহেশপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়।
এসময় কুড়িগ্রাম হতে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাসি করা হয়। বাসের লকারে রাখা ফাঁকা গ্যাস সিলিন্ডারের ভেতর অভিনব কায়দায় রাখা প্লাস্টিকের বস্তাভর্তি ১০ কেজি গাঁজাসহ শাহিন আলমকে আটক করা হয়।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক শাহ নেওয়াজ বলেন, ফাঁকা গ্যাস সিলিন্ডারে ভিতরে করে ১০ কেজি গাঁজা পাচার করছিলেন শাহিন। যার বাজার মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা। আটক শাহিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি/এএন