মান্না: পিআর প্রসঙ্গ এখন আলোচনার বাইরে

মান্না: পিআর প্রসঙ্গ এখন আলোচনার বাইরে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৩৯, ৬ অক্টোবর ২০২৫

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) এখন আর জাতীয় আলোচনার মূল ইস্যু নয়। বরং নির্বাচনের সময় ঘনিয়ে আসায় এখন গুরুত্ব পাচ্ছে গণভোট।

তিনি মনে করেন, নির্বাচনের অনিশ্চয়তা কেটে গিয়ে এখন দেশের সামনে ভোটের পথ স্পষ্ট হয়ে উঠেছে।

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক যুব ঐক্যের আয়োজিত ‘আগামী নির্বাচন গুণমানসম্পন্ন ও সবার জন্য গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মান্না।

তিনি বলেন, “আগে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সন্দেহ ছিল, অনেকে ভেবেছিলেন নির্বাচন আদৌ হবে কি না—সেই অনিশ্চয়তা এখন কেটে গেছে। দেশের রাজনৈতিক প্রক্রিয়া এখন স্পষ্ট পথে এগোচ্ছে। নির্বাচন যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

গণভোট প্রসঙ্গে মান্না বলেন, “গণভোট নিয়ে কিছু আলোচনা থাকলেও পিআর এখন আর কারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নেই। জাতীয় নির্বাচনের আগে গণভোটের সময় ও ধরন নিয়েও কোনো মতপার্থক্য থাকবে না। একদিনেই নির্বাচন ও গণভোট আয়োজন করা সম্ভব।”

তিনি আরও বলেন, “এখন ভোটের গুণগত মান নির্ভর করবে শুধু ভোটের সংখ্যায় নয়, বরং প্রার্থীর কর্মসূচি, দৃষ্টি ও প্রস্তাবনার ওপর। মানুষ এখন শুধু মার্কা দেখে নয়, যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে আগ্রহী হচ্ছে।”

মান্না বিশ্বাস করেন, যদি গ্রহণযোগ্য ও সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে দেশ ইতিবাচক পরিবর্তনের পথে এগোবে। তিনি সতর্ক করে বলেন, “যদি ভোট সঠিক সময়ে না হয়, তাহলে দেশে অস্থিতিশীলতা তৈরি হতে পারে—এমনকি বিএনপি-জামায়াতেরও ক্ষতি হবে।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement