রুদ্রমূর্তি ধারণ করা তিস্তা নদী ক্রমে শান্ত হচ্ছে

রুদ্রমূর্তি ধারণ করা তিস্তা নদী ক্রমে শান্ত হচ্ছে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:১৫, ৬ অক্টোবর ২০২৫

রুদ্রমূর্তি ধারণ করা তিস্তা নদী ক্রমে শান্ত হতে শুরু করেছে। রবিবার ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও  ক্রমে পানি কমে  সোমবার বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানা যায়, উজানের ঢলে রবিবার বিকাল তিনটার পর ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে।

এরপর ক্রমে পানি বেড়ে সন্ধ্যা ছয়টায় বিপৎসীমার ১৩ সেন্টিমিটার এবং রাত ১১টায় ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর থেকে ক্রমে পানি কমতে শুরু করলে আজ ৬ অক্টোবর সোমবার দুপুর ১২টায় ওই পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশাচাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১৫টি গ্রাম ও চরাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে করে এসব গ্রামে অন্তত ১০ সহস্রাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে।

সোমবার পানি কমায় স্বস্তি ফিরে এসব এলাকার মানুষের মধ্যে। ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খাঁন বলেন, গত রবিবার রাতে নদীর পানি বৃদ্ধিতে আমার ইউনিয়নের ঝাড়সিংহেরশ্বর ও পূর্ব ছাতনাই গ্রামের বোল্ডারের চর, খোকার চর, খাড়াপাড়া, ফ্লাটপাড়াসহ তিস্তা পাড়ের বিভিন্ন চরগ্রাম বন্যাকবলিত হয়ে পড়ে।

এতে করে ওই রাতে এসব গ্রামের ১ হাজার ২০০ পরিবার পানিবন্দী হয়। সোমবার পানি কমায় এসব গ্রামের বন্যা পরিস্থিতির উন্নতি হয়। উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বাইশপুকুর গ্রামের স্কুল শিক্ষক বিপুল চন্দ্র রায় বলেন, গত রবিবার রাতে ভয়বহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে নির্ঘুম রাত কাটে তিস্তা পাড়ের মানুষের। সোমবার সকালে পানি কমলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।

বন্যার পানিতে আমন ক্ষেত তলিয়ে যায়। সোমবার সকাল থেকে পানি কমতে শুরু করলেও ঢলের পানিতে পলিমাটি ও বালি ভেসে আসায় এসব ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানান, গত রবিবার রাত ১১টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। রাত একটার পর থেকে কমতে শুরু করলে সোমবার সকাল সাতটায় ৩০ সেন্টিমিটার কমে ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর থেকে পানি কমে সকাল ১১টায় ৯ সেন্টিমিটার ও  দুপুর ১২টায় ১০ সেন্টিমিটার নিচে নামে।

 ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। পানি বৃদ্ধির ফলে তিস্তা নদীর জিরো পয়েন্টের কাছাকাছি কালীগঞ্জ নামক স্থানে তিস্তা ডানতীর প্রধান ভাধে ভাঙন দেখা দেয়। সেটি মেরামতে কাজ চলমান রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব কটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement