জুবায়েদ হত্যার নির্দেশদাতা কে, অবশেষে জানা গেল

জুবায়েদ হত্যার নির্দেশদাতা কে, অবশেষে জানা গেল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:২৫, ২১ অক্টোবর ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকাণ্ডে এক মাস আগে থেকেই পরিকল্পনা ছিল বলে পুলিশ জানিয়েছে। হত্যার জন্য নতুন দুটি সুইচ গিয়ার ও চাকু কেনা হয়, যা দিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে জুবায়েদকে হত্যা করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) বংশাল থানার ওসি রফিকুল ইসলাম এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জুবায়েদের হত্যার মূল নির্দেশনা দিয়েছিলেন তারই ছাত্রী বর্ষা। বর্ষা তার প্রেমিক মাহীরকে বলেছিলেন, “জুবায়েদকে না মারলে তুমি আমাকে পাবা না।” এরপর ২৫ সেপ্টেম্বর থেকে তারা হত্যার পরিকল্পনা শুরু করে। হত্যার দিন মাহীরের সঙ্গে আরও দুই বন্ধু উপস্থিত ছিলেন।

ওসি আরও বলেন, বর্ষার সঙ্গে মাহীরের সম্পর্ক ছিল ৯ বছর ধরে। কিন্তু মাঝে মাঝে বর্ষা জুবায়েদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং মাহীরকে সম্পর্ক শেষ করতে বলেন। তিনি মাহীরকে জানান, জুবায়েদকে তিনি পছন্দ করেন। তবে কিছুদিন পর আবার বর্ষা মাহীরকে জানান, জুবায়েদকে আর ভালো লাগে না। তখন থেকেই বর্ষা ও মাহীর মিলে জুবায়েদকে হত্যার ছক আঁকে।

প্রাথমিকভাবে বর্ষা হত্যার পরিকল্পনায় জড়িত থাকার কথা অস্বীকার করলেও, মাহীর ও বর্ষাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের পর সত্যতা প্রকাশিত হয়। এখন পর্যন্ত বর্ষাসহ চারজনকে আটক করা হয়েছে এবং মামলার চূড়ান্ত প্রস্তুতি চলছে।

ঘটনার দিন, অর্থাৎ রোববার (১৯ অক্টোবর) রাতে পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে, জুবায়েদ ছাত্রীকে পড়াতে গিয়ে তার বাসার নিচে নির্মমভাবে খুন হন। বিকেল ৪টার দিকে বর্ষাকে পড়াতে গিয়ে মাহীর সুইচগিয়ার দিয়ে জুবায়েদের ওপর আঘাত করে। এ সময় তার সঙ্গে ছিলেন বন্ধু ফারদিন আহম্মেদ আয়লান। এছাড়া জুবায়েদের অবস্থান ও অন্যান্য বিষয়গুলোতে সহায়তা করেছিলেন ওই ছাত্রী বর্ষা।

তদন্তে জানা গেছে, জুবায়েদ প্রায় এক বছর ধরে বর্ষাকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন। বর্ষার বাবার নাম গিয়াসউদ্দিন, আর নিহত জুবায়েদ কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থীকে সোমবার রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। হত্যাকাণ্ডটি জবি, শিক্ষার্থী সমাজ এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও হতবাক পরিস্থিতি সৃষ্টি করেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement