রংপুরে নতুন জেলা প্রশাসক এনামুল আহসান

রংপুরে নতুন জেলা প্রশাসক এনামুল আহসান ছবি: সংগৃহীত

রংপুর প্রতিনিধি

Published : ১৮:০৯, ১৪ নভেম্বর ২০২৫

রংপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ এনামুল আহসানকে পদায়ন করা হয়েছে। তিনি মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৩ নভেম্বর বৃহ¯পতিবার দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মোহাম্মদ এনামুল আহসান (১৬০৬৩) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব থাকাকালীন অভিযোগ ব্যবস্থাপনা অধিশাখার পাশাপাশি সুশাসন অধিশাখায় (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব পালন করে ছিলেন।

রংপুরের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালকে জ্বালানি ও খনিজ বিভাগের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। গত বছরের ৯ 
সেপ্টেম্বর রংপুরের জেলা প্রশাসক হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement