চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে সম্প্রতি ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বেআইনিভাবে বাংলাদেশের মাটিতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে উত্তেজনা তৈরি হয়।
এ কাজে বাধা দেয়ার সময় মাটির বাঙ্কারে অবস্থান নেওয়া বিজিবি সদস্যদের পিছনে কাস্তে হাতে দাঁড়িয়ে থাকা স্থানীয় কৃষক বাবুল আলীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ৫৯ রহনপুর বিজিবি ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাটালিয়ন সদর দপ্তরে বাবুল আলীকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনায় উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ এবং অন্যান্য সরকারি ও আধা-সেনা কর্মকর্তা।
সংবর্ধনার সময় বাবুল আলী সাংবাদিকদের বলেন, জানুয়ারিতে সীমান্তে ভারতের বেআইনিভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের সময় বিজিবির পাশে দাঁড়িয়ে দেশের মাটি রক্ষা করার জন্য সাহস দেখানো হয়েছিল।
তিনি আরও বলেন, দেশের মাটি রক্ষা করতে ও সীমানা নিরাপদ রাখতে ভবিষ্যতেও তৎপর থাকবেন এবং এমন পরিস্থিতিতে কখনো পিছপা হবেন না।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অনুষ্ঠানে আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সীমান্তবর্তী জনগণের সাহসিকতা ও দেশের সীমানা রক্ষার তৎপরতার প্রশংসা করে বিজিবি কর্মকর্তারা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাবুল আলীর সাহসী উপস্থিতি ও দৃঢ় প্রতিশ্রুতি দেশের স্বার্থে সাধারণ মানুষের এবং সীমান্তরক্ষীদের সাহসিকতার এক প্রতীক হিসেবে ধরা হচ্ছে।

































