অপহরণ–জঙ্গল–পালানো: শাহীন বলল বাঁচার কাহিনি

অপহরণ–জঙ্গল–পালানো: শাহীন বলল বাঁচার কাহিনি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২৪, ৪ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারের টেকনাফের পাহাড়সংলগ্ন একটি গ্রামের চায়ের দোকান থেকে গত ৩০ নভেম্বর পাঁচ কিশোরকে অপহরণ করেছে সশস্ত্র ডাকাতরা।

অপহৃতদের মধ্যে মোহাম্মদ শাহীন নামের এক কিশোর নাটকীয়ভাবে পালিয়ে আসতে সক্ষম হলেও বাকিদের এখনো কোনো সন্ধান মিলছে না।

ঘটনার দিন সন্ধ্যায় এলাকার একটি মুদি দোকানে কয়েক কিশোর আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে পাহাড়ি জঙ্গল দিক থেকে বেরিয়ে আসে আট থেকে দশজন অস্ত্রধারী ডাকাত। মুখ কাপড়ে ঢাকা, হাতে বিভিন্ন ধরনের অস্ত্র—দোকান ঘিরে তারা দ্রুত প্রবেশ করে। প্রথমে দোকানের টাকা-পয়সা ও পণ্য লুট করে নেয়, তারপর দোকানে থাকা পাঁচ কিশোরকে অস্ত্রের মুখে জঙ্গলের দিকে নিয়ে যায়। ঘটনাটি ঘটে মাগরিবের আজান হওয়ার কিছু পরেই।

এদের মধ্যে ১৩ বছর বয়সী শাহীন সুযোগ বুঝে পালিয়ে আসতে সক্ষম হয়। তার মা ফাতেমা বেগম জানান, ঘটনার খবর জানা মাত্র পরিবারের সবাই আতঙ্কে ও কান্নায় ভেঙে পড়েছিল। রাত আটটার দিকে যখন হাঁপাতে হাঁপাতে শাহীন বাড়িতে ফিরে আসে, তখন পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে যায়।

শাহীন জানায়, জঙ্গলের ভেতর দিয়ে তাদের যখন হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন অন্ধকারে দুজন কিশোর দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। ডাকাতরা তাদের পিছু নিতে ছুটে গেলে সেই সুযোগে শাহীনও দৌড়ে পালায়। অন্য দুইজনকে ডাকাতরা আবার ধরে ফেললেও শাহীনকে আর আটকাতে পারেনি।

অপহৃত চার কিশোরকে উদ্ধারের জন্য ইতোমধ্যে টাস্কফোর্স অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি জায়েদ নূর। তিনি বলেন, আগের তদন্তগুলোতে দেখা গেছে—স্থানীয় কিছু ব্যক্তি এবং রোহিঙ্গা শরণার্থী উভয়ই এ ধরনের ডাকাতি ও অপহরণে জড়িত। এসব সশস্ত্র দলের বিরুদ্ধে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির যৌথ অভিযান চলছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement