৪ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ প্রবাসীর স্ত্রী, ঘটনা কী?
Published : ১২:০০, ৪ ডিসেম্বর ২০২৫
মাদারীপুরে চার মাস বয়সী মেয়েসন্তানকে সঙ্গে নিয়ে নিখোঁজ হওয়া এক প্রবাসীর স্ত্রীকে গত তিন দিন ধরে কোথাও পাওয়া যাচ্ছে না।
পরিবারের পক্ষ থেকে ব্যাপক খোঁজাখুঁজির পরও বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি, ফলে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা।
নিখোঁজ নারীর নাম নাদিরা বেগম। তিনি কালকিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কৃষ্ণনগর এলাকার দুবাইপ্রবাসী মানিক চৌকিদারের স্ত্রী। নাদিরার বাবার বাড়ি ডাসার উপজেলার উত্তর খিলগ্রামে; তিনি ইসলাম মাতুব্বরের মেয়ে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, নাদিরা সোমবার সকালে চার মাসের মেয়েকে কোলে নিয়ে বোনের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন।
কিন্তু এরপর থেকে তাঁর কোনো খোঁজ মেলেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজার পরও ব্যর্থ হওয়ায় প্রবাসী মানিকের বড় বোন রাশিদা বেগম ১ ডিসেম্বর কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রাশিদা বেগম বলেন, নাদিরা সকালে ঘর থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। তিন দিন পেরিয়ে গেলেও তার অবস্থান জানা যায়নি। এতে পরিবার গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে। তিনি দ্রুত নাদিরা ও তার শিশুকে খুঁজে পেতে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চান।
এদিকে, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সোহেল রানা জানান, থানায় করা সাধারণ ডায়েরির ভিত্তিতে নিখোঁজ নারীকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় অনুসন্ধান চালানো হচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন সূত্র যাচাই করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
বিডি/এএন

































