মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম শুকুরাম উরাং।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে সীমান্তবর্তী ১৮৪৪ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত যুবক কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগান বস্তির বাসিন্দা এবং দাসনু উরাংয়ের ছেলে।
পুলিশ জানিয়েছে, শুকুরাম উরাং তাদের কৃষি জমিতে কাজ করতে যান। কিছুক্ষণ পর, দুপুর দেড়টার দিকে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
দৌড়ে কিছুদূর এগিয়ে আসার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ সুরাতাহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।

































