প্রধান বিচারপতির আহ্বানে ফুলকোর্ট সভা মঙ্গলবার

প্রধান বিচারপতির আহ্বানে ফুলকোর্ট সভা মঙ্গলবার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৫৭, ১ নভেম্বর ২০২৫

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট ভবনের কনফারেন্স রুমে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার তারিখ ও সময় আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে, এ ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও প্রশাসনিক কার্যক্রমসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিচার বিভাগ সংশ্লিষ্টরা মনে করছেন, এ ফুলকোর্ট সভাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে, কারণ দীর্ঘদিন পর এবার একসঙ্গে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নিচ্ছেন।

উল্লেখযোগ্য যে, ফুলকোর্ট সভা হচ্ছে বিচারপতিদের নিজস্ব একটি নীতি-নির্ধারণী ফোরাম, যেখানে বিচার বিভাগের কাঠামো, নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করা হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement