শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২৩, ১৭ অক্টোবর ২০২৫

২০২৬ সালের হজ কার্যক্রম যাতে নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই আগামী ১৮ অক্টোবর (শনিবার) দেশের নির্দিষ্ট কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই নির্দেশনা জানিয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, হজযাত্রীদের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে ব্যাংক শাখাগুলো খোলা থাকবে এবং আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত ব্যাংকগুলোকে অর্থ গ্রহণ অব্যাহত রাখতে হবে। অর্থাৎ, ওইদিন স্বাভাবিক সময়সীমা শেষ হলেও লেনদেন চালু রাখতে হবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে।

একই সঙ্গে শাখাগুলোর নিরাপত্তা জোরদার ও পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ২০২৬ সালের হজ নিবন্ধন কার্যক্রম সময়মতো সম্পন্ন করার স্বার্থে ব্যাংকগুলোর এই বিশেষ কার্যক্রম পরিচালিত হবে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ৪৫ ধারা অনুযায়ী।

এর ফলে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন প্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব বা জটিলতা তৈরি হবে না বলে আশা করা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement