শবনম ফারিয়ার স্বামী সম্পর্কে চমকপ্রদ তথ্য জানালেন পিয়া জান্নাতুল

শবনম ফারিয়ার স্বামী সম্পর্কে চমকপ্রদ তথ্য জানালেন পিয়া জান্নাতুল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০০, ২০ সেপ্টেম্বর ২০২৫

বিয়ে করেছেন আলোচিত মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউর মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় এই বিশেষ আয়োজন।

শবনম ফারিয়ার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই শোবিজ অঙ্গনে শুভেচ্ছার জোয়ার। সহকর্মী থেকে শুরু করে ভক্তরা সবাই নবদম্পতিকে শুভকামনা জানাচ্ছেন। শুভেচ্ছাদাতাদের তালিকায় ছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলও। শুধু বার্তা নয়, ফারিয়ার বিয়েতে উপস্থিত হয়েছিলেন তিনিও।

ফারিয়ার বিয়ের ছবি পোস্ট করে পিয়া লিখেছেন “বিবাহিত জীবনে স্বাগতম ফারিয়া ও তানজিম! গত কয়েক মাসে আমি তানজিমের মধ্যে ফারিয়ার প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা লক্ষ্য করেছি। কোনো দ্বিধা ছাড়াই ফারিয়ার ব্যাগ কিংবা ওড়না বহন করেছে সে, যেকোনো প্রয়োজনে দাঁড়িয়েছে পাশে। আমার কাছে ভালোবাসার প্রকৃত রূপই হলো শ্রদ্ধা।”

তিনি আরও লিখেছেন, ফারিয়া তানজিমকে পেয়ে সত্যিই ভাগ্যবতী। তাদের জন্য অফুরন্ত ভালোবাসা রইল।

এদিকে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় শবনম ফারিয়া বলেন, “বিয়ে নিয়ে আমার অনুভূতি আতঙ্কের চেয়ে কম কিছু নয়। এত জটিলতা ও ব্যক্তিগত অভিজ্ঞতার পর মনে করেছিলাম, হয়তো জীবনে আর বিয়ে নামক অধ্যায় ফিরে আসবে না। কিন্তু সময়ের স্রোত আর পরিবারের সিদ্ধান্তে এই নতুন পরিণয়।”

পাত্রের নাম তানজিম তৈয়ব। রাজশাহীর ছেলে তিনি। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে বাংলাদেশের একটি শীর্ষ বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে ২০১৯ সালে শবনম ফারিয়া হারুনুর রশিদ অপু নামের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তখন তিনি একটি বিপণন সংস্থায় জ্যেষ্ঠ ব্যবস্থাপক ছিলেন। জমকালো আয়োজনে হয়েছিল সে বিয়ে, তবে বেশিদিন টেকেনি। ২০২০ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে।

মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও অভিনয়েই জনপ্রিয়তা পান শবনম ফারিয়া। একক নাটক থেকে শুরু করে ধারাবাহিকে পেয়েছেন দর্শকপ্রিয়তা। অনম বিশ্বাসের পরিচালনায় ‘দেবী’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement