তানজিমকে পেয়ে সত্যিকারের জয়ী ফারিয়া: পিয়া জান্নাতুল

তানজিমকে পেয়ে সত্যিকারের জয়ী ফারিয়া: পিয়া জান্নাতুল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:১৫, ২০ সেপ্টেম্বর ২০২৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এ খবর তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভরে যায় ফারিয়ার টাইমলাইন। সহকর্মী থেকে শুরু করে কাছের মানুষজন সবাই তাকে জানাচ্ছেন শুভকামনা। মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল ফারিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে লিখেছেন, “বিবাহিত জীবনে স্বাগতম ফারিয়া ও তানজিম।”

পিয়া আরও উল্লেখ করেন, গত কয়েক মাসে তিনি কাছ থেকে দেখেছেন তানজিম ফারিয়ার প্রতি কতটা সম্মান দেখান। কখনো তার ব্যাগ কিংবা ওড়না দ্বিধাহীনভাবে বহন করেন, আবার যখনই প্রয়োজন হয়, ঠিক তখনই পাশে থাকেন।

তানজিমকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে ফারিয়া ভাগ্যবান উল্লেখ করে পিয়া লিখেছেন, “আমার কাছে ভালোবাসার মানে হলো সম্মান। আর ফারিয়া, তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে। তোমাদের জীবনে অফুরন্ত ভালোবাসা, হাসি আর সুখের মুহূর্ত ছড়িয়ে থাকুক চিরকাল।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement