বৌদি’ শব্দে লুকিয়ে আছে মিষ্টি আর আপন সুর: স্বস্তিকা

বৌদি’ শব্দে লুকিয়ে আছে মিষ্টি আর আপন সুর: স্বস্তিকা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৫৭, ২০ সেপ্টেম্বর ২০২৫

বৌদি’ শব্দের সঙ্গে জড়িয়ে আছে আপন, পারিবারিক আর মিষ্টি আবহ। অথচ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শব্দটিই নোংরা ইঙ্গিতে ব্যবহৃত হচ্ছে, এমন মন্তব্য করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

শৌর্য দেবের পরিচালনায় প্রথম ছবিতে অভিনয় করছেন স্বস্তিকা। সেখানে তাকে দেখা যাবে ‘প্রোমোটার বৌদি’ চরিত্রে। ছবির প্রসঙ্গেই উঠে আসে এই মন্তব্য।

গল্পে দুই সন্তান ও স্বামী নিয়ে গড়ে ওঠে স্বস্তিকার সংসার। তাই পাড়ার সবাই তাকে বৌদি বলে ডাকে।

এ বিষয়ে অভিনেত্রী বলেন,
“আমার নিজের পাড়াতেও দেখেছি, মাকে সবাই বৌদি বলেই ডাকত। অথচ এখন ফেসবুক, ইনস্টাগ্রামের দৌলতে ‘বৌদি’ শব্দটা কুরুচিকরভাবে ব্যবহার করা হচ্ছে। অথচ এর আসল মানে তো একেবারেই অন্য রকম— ঘরোয়া, মিষ্টি আর আত্মীয়তার। এই ছবিতেও আমার চরিত্রটি ঠিক তেমনই। আমি পেশায় প্রোমোটার, তাই নাম হয়েছে ‘প্রোমোটার বৌদি’।”

স্বস্তিকার ভাষ্য, ছবিটি একেবারে নিম্নমধ্যবিত্ত পরিবারের গল্প বলবে। তিনি মনে করেন, বড় পর্দায় এখন শহুরে সমস্যা বা শহুরে গল্পই বেশি উঠে আসছে। অথচ এই শহরে নিম্নবিত্ত বা নিম্নমধ্যবিত্ত পরিবারের সংখ্যা অনেক বেশি, তাদের সমস্যাও কম নয়। তাই গল্পে সেই দিকের প্রতিফলন থাকবে।

তবে একইসঙ্গে তিনি আশ্বাস দেন, “এই ছবিতে বাণিজ্যিক ধারার সব উপাদানই আছে। নব্বইয়ের দশকের মসলা ছবির স্বাদ আবার ফিরিয়ে আনবে।”

বাংলা সিনেমার অবদান প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক বিশ্বমানের আলোচনায় থাকেন, তেমনি বাংলা ছবিকে এগিয়ে নিতে অঞ্জন চৌধুরী, প্রভাত রায়, হরনাথ চক্রবর্তী ও রবি কিনাগীর ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ।

জানা গেছে, ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement