কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান সাময়িকভাবে বরখাস্ত

কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান সাময়িকভাবে বরখাস্ত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৪৫, ৩ নভেম্বর ২০২৫

কাস্টমস ও আবগারি বিভাগের উপ-কমিশনার মো. শহিদুজ্জামান সরকারকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শহিদুজ্জামান সরকারের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর মতো গুরুতর অভিযোগ উঠেছে। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর ধারা ৩(খ) ও ৩(গ) অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর ধারাবাহিকতায় তাকে একই বিধিমালার আওতায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই সময় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলে জানানো হয়েছে।

জনস্বার্থে জারি করা এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এনবিআর সূত্র জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শহিদুজ্জামান সরকারের দায়িত্ব পালন বন্ধ থাকবে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement