ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

Published : ১৮:৩৮, ২৭ জুলাই ২০২৪

রবিবার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার (২৭ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রবি থেকে মঙ্গলবার, এই তিন দিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেন বিকাল ৩টা পর্যন্ত চলবে।

এদিকে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় তিন দিনের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার।

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন শনিবার বিকালে জানান, ‘রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে অফিস।’

এসময় তিনি আরও বলেন, ‘ব্যাংক ও আদালত নিজেরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় স্থবির হয়ে পড়ে দেশ। পরে পরিস্থিতি বিবেচনায় সাধারণ ছুটি ঘোষণা করে দেওয়া হয় কারফিউ।

দেশজুড়ে সেনাবাহিনী নামার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। পরে কারফিউ শিথিল করে বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে খুলে দেওয়া হয় অফিস।

শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার পর রোববার থেকে নতুন সময়সূচি ঘোষণা করল সরকার।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement