সেপ্টেম্বরেই ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

সেপ্টেম্বরেই ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫

সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ ভয়ঙ্কর রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের এই মাসেই ডেঙ্গুতে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। শুধুমাত্র সেপ্টেম্বরেই প্রাণ হারিয়েছেন ৭৬ জন।

এ মাসে এমনকি বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও তৈরি হয়েছে।

এপ্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ১৯৮ জন। এর মধ্যে জানুয়ারিতে মৃত্যু হয়েছে ১০ জনের, ফেব্রুয়ারিতে ৩ জনের, এবং মার্চে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, কিন্তু জুন থেকে মৃত্যুর হার বৃদ্ধি পেতে শুরু করে। জুনে মারা যান ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন এবং সেপ্টেম্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭৬।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫৬ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি হয়েছেন মোট ৪৭,৩৪২ জন রোগী। এর মধ্যে শুধুমাত্র সেপ্টেম্বর মাসে চিকিৎসা নিয়েছেন ১৫,৮৬৬ জন। তবে ইতিবাচক দিক হলো, এবার পর্যন্ত ৪৪,৭৯৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করে বলেছে, ডেঙ্গুর প্রকোপ এখনো চলমান। জনগণকে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও মশা দমনমূলক ব্যবস্থা বজায় রাখতে বলা হয়েছে, যাতে সংক্রমণ ও মৃত্যুর হার আরও না বেড়ে যায়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement