ত্বকের সমস্যার মধ্যে মুখে ব্রণ হওয়াই অন্যতম। অনেকেরই অভ্যাস থাকে ব্রণ ফাটানোর, কিন্তু চিকিৎসকেরা সতর্ক করেছেন যে মুখের কিছু বিশেষ স্থানে ব্রণ ফাটানো বিপজ্জনক হতে পারে।
বিশেষ করে দুই ভ্রুর মধ্যে থাকা ব্রণ ফাটানো ঠিক নয়। চিকিৎসকরা বলছেন, এই অঞ্চলের ব্রণ ফাটালে সংক্রমণ সরাসরি মস্তিষ্কে ছড়িয়ে গিয়ে দেহের পক্ষাঘাতের ঝুঁকি বাড়াতে পারে। কারণ দুই ভ্রুর সংযোগস্থলে থাকা গুরুত্বপূর্ণ স্নায়ুগুলো মস্তিষ্কের সঙ্গে সরাসরি যুক্ত।
এছাড়া একাধিক রোগীর ক্ষেত্রে দেখা গেছে, সংক্রমণ থেকে বাঁচলেও মস্তিষ্কের একটি অংশ চিরস্থায়ীভাবে পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে। তাই এই অঞ্চলের ব্রণ ফাটানোর পরিবর্তে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করা উত্তম।
যদি ব্রণের সংখ্যা বা আকার বেশি হয়, তবে চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।