আত্মপ্রকাশ করছে ‘ডিজিটাল কমার্স ফোরাম’
Published : ১২:২৮, ১৫ আগস্ট ২০২৪
দেশের আইসিটি খাতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ডিজিটাল কমার্স ফোরাম’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম। এই উপলক্ষে মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর ধানমিন্ডতে সমবেত হয়েছিলেন এই খাতের উদ্যোক্তা ও অন্যান্য স্টেক হোল্ডাররা।
ফোরামের উদ্যোক্তারা জানিয়েছেন, ব্যবসায়িক পলিসি, রিসোর্স, ফাইন্যান্স, পাবলিক এওয়ারনেস, সমসাময়িক ব্যবসায়িক পরিবেশে করণীয় নিয়ে আলোচনা ও মুক্ত মতের প্ল্যাটফর্ম হবে এটি।
ফোরামের একজন নেতৃস্থানীয় সদস্য ও বেসিস পরিচালক বিপ্লব জি রাহুল জানিয়েছেন, ডিজিটাল কমার্স ফোরাম মূলত ডিজিটাল ব্যবসার ইকো সিস্টেমের বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে বিভিন্ন পরামর্শ ও মতামত বিনিময়ের কাজ করবে। অরাজনৈতিক এই ফোরাম কথা বলবে ক্ষুদ্র সোশ্যাল উদ্যোক্তা থেকে শুরু করে আগামীর ইউনিকর্ন ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানগুলোর হয়ে।
এসময় ডিজিটাল মিডিয়া ফোরাম- ডিএমএফ সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘ডিজিটাল মিডিয়া ফোরাম ও ডিজিটাল কমার্স ফোরাম ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে। ই-কমার্স ও স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো যাতে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারে, সে বিষয়ে আমরা একে-অপরের পরিপূরক হিসেবে কাজ করবো।’
বিডি/এম



































