ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ: ভারতে শুল্ক বৃদ্ধি, চীনে ছাড়

Published : ১৭:৫৬, ১২ আগস্ট ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর শুল্ক আরোপের সময়সীমা আরও ৯০ দিন বাড়ানোর একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এই সিদ্ধান্তটি মার্কিন-চীন বাণিজ্য সম্পর্কের জটিলতা এবং চলমান আলোচনার মধ্যেই নেওয়া হয়েছে।
সম্প্রতি ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, ভারতের থেকে চীন তো রাশিয়ার থেকেও বেশি তেল কেনে, তাহলে চীনের ওপর কেন শুল্ক আরোপ করা হচ্ছে না? এই প্রশ্নের সঙ্গতিপূর্ণ কোনো জবাব দিতে পারেননি ট্রাম্প। এছাড়া রাশিয়ার কাছ থেকে আমেরিকা ইউরেনিয়াম কিনছে এমন তথ্য নিয়েও তিনি অবগত নন বলে জানানো হয়।
আগেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স চীনের ওপর শুল্ক আরোপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার কথা বলেছেন। তিনি বলেন, বিষয়টি জটিল এবং চীনের সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক বিবেচনায় রাখতে হবে। তাই ট্রাম্প বিকল্পগুলো পর্যালোচনা করছেন এবং উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেবেন।
২০১৮ ও ২০১৯ সালে ওয়াশিংটন ও বেইজিং একে অপরের রফতানির ওপর উচ্চ শুল্ক আরোপ করেছিল। এক পর্যায়ে শুল্কের হার তিন অঙ্কের কাছাকাছি পৌঁছায়। তবে জেনেভায় আলোচনার মাধ্যমে উভয় পক্ষ অস্থায়ীভাবে শুল্ক হ্রাসে সম্মত হয়। ২০২৩ সালের এপ্রিলে ট্রাম্প চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক বাড়িয়েছিলেন, যার পাল্টা হিসেবে চীন ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। পরে উভয় পক্ষের মধ্যে আলোচনার পর শুল্ক কিছুটা কমানো হয়।
এইসব বাণিজ্য যুদ্ধ ও আলোচনার মধ্যে ট্রাম্প চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সময়সীমা তিন মাস বাড়িয়ে ১২ আগস্ট পর্যন্ত স্থগিত রেখেছেন। মার্কিন-চীন বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ ও দ্বিপক্ষীয় আলোচনা এখনো অনিশ্চিত।
BD/AN