মিশরে গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প

Published : ১০:৫৬, ১২ অক্টোবর ২০২৫
গাজা যুদ্ধের অবসান ও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সোমবার মিশরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সম্মেলনে বিশ্বের অন্তত ২০টিরও বেশি দেশের শীর্ষ নেতা অংশ নেবেন। খবর আল জাজিরার।
বিবৃতিতে বলা হয়েছে, এই বৈঠকের মূল লক্ষ্য হচ্ছে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তার এক নতুন অধ্যায় সূচনা করা।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইতিমধ্যে সম্মেলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা হামাসের কোনো প্রতিনিধি এতে উপস্থিত থাকবেন কি না—তা এখনও নিশ্চিত নয়।
এই সম্মেলনের ঘোষণা এসেছে এমন এক সময়, যখন হাজার হাজার গাজাবাসী উত্তরমুখী পথে পায়ে হেঁটে কিংবা যানবাহনে করে নিজেদের বিধ্বস্ত ঘরে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। তারা জানেন না, তাদের ঘরবাড়ি আদৌ টিকে আছে কি না।
এরই মধ্যে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অর্জিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ অনুযায়ী ইসরাইলি সেনারা গাজার কিছু অঞ্চল থেকে আংশিকভাবে পিছু হটেছে। তবে দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতে ইসরাইলের অব্যাহত হামলায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকার অধিকাংশ অঞ্চল, যেখানে এখন দুর্ভিক্ষ ও মানবিক সংকট চরমে।
বিডি/এএন