সমুদ্র সৈকতের পাশে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা

সমুদ্র সৈকতের পাশে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২৯, ১২ অক্টোবর ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচ, সপ্তাহান্তের বিকেলে সৈকতের বালিতে ঝলমল করছে রোদ।

কেউ রোদ পোহাচ্ছে, কেউ হাঁটছেন প্রমোদে, বাতাসে গিটার ও ঢোলের ছন্দ, আর চারদিকে ছড়িয়ে আছে উৎসবের আমেজ। কিন্তু হঠাৎ করেই সেই আনন্দঘন মুহূর্ত স্তব্ধ হয়ে যায়, আকাশ যেন নিঃশব্দ হয়ে পড়ে!

উপরে তাকাতেই দেখা যায়, একটি হেলিকপ্টার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সেটি ঘুরতে শুরু করেছে ঘড়ির কাঁটার মতো—একবার, দুইবার, তিনবার… তারপর ধীরে ধীরে নিচের দিকে নামতে নামতে গাছের সারিতে গিয়ে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই সৈকতের হাসি-আনন্দ মিলিয়ে যায় চিৎকার আর ধুলার কুণ্ডলীতে। আতঙ্কে মানুষ দৌড়াতে শুরু করে, কেউ চেঁচাচ্ছে, কেউ ভিডিও করছে, কেউ আবার ছুটে যাচ্ছে দুর্ঘটনাস্থলের দিকে।

সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, ঘটনাস্থল ছিল প্যাসিফিক কোস্ট হাইওয়ের পাশে। প্রত্যক্ষদর্শীদের ক্যামেরায় ধরা পড়ে ভয়াবহ দৃশ্য, হেলিকপ্টারটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে, মুহূর্তেই চারপাশ অন্ধকারে ঢেকে যায় ধুলো ও ধোঁয়ায়।

হান্টিংটন বিচের দমকল বিভাগ জানায়, দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন ছিলেন হেলিকপ্টারের যাত্রী, আর তিনজন পথচারী সৈকতের পাশে রাস্তায় ছিলেন। সবাইকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

দমকল কর্মকর্তারা আরও জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি আসলে “কার্স এন কপ্টার্স” নামের একটি বার্ষিক প্রদর্শনীর অংশ ছিল। ঠিক কী কারণে এটি নিয়ন্ত্রণ হারায়, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement