গাজায় যুদ্ধবিরতি অমান্য করে ইসরায়েলের হামলা

গাজায় যুদ্ধবিরতি অমান্য করে ইসরায়েলের হামলা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৭, ১৫ অক্টোবর ২০২৫

দীর্ঘ দুই বছরের সংঘাত শেষে যুদ্ধবিরতির পরও থামেনি গাজায় রক্তপাত। মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটির দুই পৃথক স্থানে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও ৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। খবর আলজাজিরা।

প্রতিবেদনে জানানো হয়, নিহতরা গাজা সিটির বিভিন্ন এলাকা পেরিয়ে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন, এমন সময় হঠাৎ ইসরায়েলি সেনারা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, সেনা সদস্যদের খুব কাছাকাছি চলে এসেছিলেন কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি, তাই আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয়।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, এই হামলা ছিল নিঃসন্দেহে বেসামরিক নাগরিকদের ওপর। নিহতদের মরদেহ গাজার আল-আহলি ও আল-নাসের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এর আগে, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ১৩ অক্টোবর ২০ জন ইসরায়েলি জিম্মিকে জীবিত অবস্থায় মুক্তি দেয় হামাস, আর ইসরায়েল মুক্তি দেয় প্রায় ১৭শ’ ফিলিস্তিনি বন্দিকে, যাদের মধ্যে ছিলেন আড়াইশ গুরুতর সাজাপ্রাপ্ত। সেই সময় খান ইউনিসে মুক্ত বন্দিদের স্বাগত জানাতে ভিড় জমায় হাজারো মানুষ।

কিন্তু যুদ্ধবিরতির পর মাত্র একদিনের ব্যবধানেই গাজায় ফের সহিংসতার ঘটনা শান্তি প্রচেষ্টায় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement