এশিয়া কাপ ফাইনালের দায়িত্বে জেসি

Published : ১৪:০৭, ২৮ জুলাই ২০২৪
বাংলাদেশ নারী এশিয়া কাপের ৯ম আসরের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও শিরোপা নির্ধারণী ফাইনালে থাকছেন লাল-সবুজের প্রতিনিধি।
রোববার (২৮ জুলাই) অনুষ্ঠিতব্য ফাইনালে বাংলাদেশের সাথিরা জাকির জেসি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার ফাইনাল খেলাটি বিকাল সাড়ে ৩টায় শুরু হবে।
এর আগে, বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে এশিয়া কাপের তিন ম্যাচে অনফিল্ড এবং দুই ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা গিয়েছে।
তবে নারী আম্পায়ারিংয়ে খুব একটা সুখকর নয় বাংলাদেশের রেকর্ড। চলতি বছরের মার্চে দুই নারী আম্পায়ার জেসি ও মিশু চৌধুরীকে প্রথমবারের মতো নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর আইসিসিও তাদের আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত করে।
এদিকে আসরের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দারুণ ছন্দে আছে ফাইনাল নিশ্চিত করা ভারত। ফাইনালে তাই লঙ্কানদের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামছে শেফালি ভার্মারা। এ ছাড়াও নারী এশিয়া কাপের ইতিহাসে এর আগে ৮ বারের মধ্যে ৭ বারই ট্রফি ঘরে তুলেছে ভারত।
অপরদিকে ঘরের মাঠে ফাইনালে ট্রফি জয়ের দিকে লঙ্কানদের চোখ। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে দারুণ জয়ের পর ফাইনাল জিতে ট্রফি ঘরে তুলতে স্বাগতিকরা আত্মবিশ্বাসী।
বিডি/এন