আজও অফিসে গিয়েছি, আটকের তথ্য গুজব: হারুন
Published : ১৭:৫৭, ৬ আগস্ট ২০২৪
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘আটকের তথ্য গুজব। আমাকে কেন আটক করা হবে?’
মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে হোয়াটস অ্যাপে দ্য ডেইলি স্টারকে এ কথা বলেন তিনি।
হারুন বলেন, ‘আজ সকালেও আমি অফিসে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি বেশিরভাগ কর্মকর্তাই আসেননি। তাই আমিও চলে এসেছি।’
আমেরিকায় হারুনের স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের তথ্যও ছড়িয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক ডিবিপ্রধান বলেন, ‘এ দাবি ঠিক না। গুজব তো গুজবই। এতদিন ধরে পুলিশে আছি, এতদিন এসব তথ্য আসেনি, এখন গুজব ছড়ানো হচ্ছে।’
বিডি/এম



































