সালাহউদ্দিন আহমদের আশা, যারা স্বাক্ষর করেননি তারা ভবিষ্যতে যোগ দেবেন

সালাহউদ্দিন আহমদের আশা, যারা স্বাক্ষর করেননি তারা ভবিষ্যতে যোগ দেবেন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২৫, ১৭ অক্টোবর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ এখন জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। প্রায় সব রাজনৈতিক দলই এতে স্বাক্ষর করেছে, আর যারা এখনো করেননি, তারা ভবিষ্যতে যুক্ত হবেন বলে আশা করি। সনদটি উন্মুক্ত রাখা হয়েছে, যাতে যে কেউ চাইলে পরে যোগ দিতে পারেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। জুলাই সনদ শুধু একটি দলিল নয়, এটি শহীদদের আত্মত্যাগ, জনগণের রক্ত ও আকাঙ্ক্ষার প্রতিফলন। আজ জাতির নতুন পথচলার সূচনা হলো।”

তিনি আরও বলেন, “এই সনদের বাস্তবায়নের মাধ্যমেই আমরা একটি গণতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারভিত্তিক রাষ্ট্রকাঠামো গড়ে তুলতে পারব। এমন একটি রাষ্ট্র যেখানে সব প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্য থাকবে, গণতন্ত্র হবে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।”

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “নির্বাচন কেমন হবে, তা সংবিধানেই নির্ধারিত। সেখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। তবুও যদি প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে চান, আমরা আলোচনায় বসতে প্রস্তুত।”

তিনি আরও যোগ করেন, “জুলাই সনদ কেবল অতীতের একটি প্রতিশ্রুতি নয়, এটি ভবিষ্যতের দিকনির্দেশনা—একটি নতুন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নপথ।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement