জুলাই সনদে স্বাক্ষরকারীদের তালিকা প্রকাশ

জুলাই সনদে স্বাক্ষরকারীদের তালিকা প্রকাশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৪১, ১৭ অক্টোবর ২০২৫

বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ অবশেষে চূড়ান্ত আকার পেয়েছে। দীর্ঘ আট মাসের সংলাপ, মতৈক্য ও আলোচনার মধ্যদিয়ে স্বাক্ষরিত এই সনদ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে চূড়ান্ত রূপ পায়।

জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি এই সনদে স্বাক্ষর করেন। তবে মতভিন্নতার কারণে পাঁচটি দল এই সনদে স্বাক্ষর না করায় তাদের অংশগ্রহণ হয়নি।

যেসব দল স্বাক্ষর করেছে, তাদের মধ্যে রয়েছে:

বিএনপি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমদ)

জামায়াত (সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও মিয়া গোলাম পরওয়ার)

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (ড. রেদোয়ান আহমেদ ও ড. নেয়ামুল বশির)

খেলাফত মজলিস (মাওলানা আব্দুল বাছিত আজাদ ও ড. আহমদ আবদুল কাদের)

রাষ্ট্র সংস্কার আন্দোলন (হাসনাত কাইয়ুম ও সৈয়দ হাসিবউদ্দীন)

আমার বাংলাদেশ পার্টি, নাগরিক ঐক্য, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল, গণঅধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, জাকের পার্টি, জাতীয় গণফ্রন্ট, নেজামে ইসলাম পার্টি, লেবার পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট ও আমজনতার দল।

সরকারের পক্ষে স্বাক্ষর করেন:

জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ

সদস্য ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য মো. আইয়ুব মিয়া

পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার

বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক

দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান

অন্যদিকে, স্বাক্ষর না করা দলগুলো হল:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)

বাসদ (মার্ক্সবাদী)

বাংলাদেশ জাসদ

এই স্বাক্ষরের মধ্যদিয়ে দীর্ঘদিন ধরে চলা সংলাপ ও মতবিরোধের অবসান ঘটেছে। পাশাপাশি, দেশের রাজনৈতিক দৃশ্যপটে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে এটি স্মরণীয় হয়ে থাকবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement