তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ জানালেন ইসি মাসউদ
Published : ১৫:২০, ৯ ডিসেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণের খসড়া ও আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
তফসিল প্রচারের অংশ হিসেবে সিইসি এ এম এম নাসির উদ্দিনের ভাষণ আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে রেকর্ড করার কথা রয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে কমিশন তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেবে এবং সম্ভাব্যভাবে বুধবার সন্ধ্যায় অথবা বিকল্প হিসেবে বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।
তার বক্তব্য অনুযায়ী, তফসিল ঘোষণার সময় রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। এ লক্ষ্যে বিটিভি ও বেতারকে ভাষণ রেকর্ডের জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠাচ্ছে ইসি সচিবালয়।
জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ প্রদান করেই তফসিল ঘোষণা করবেন। ইসি সূত্র বলছে, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের দিন নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে।
তফসিল ঘোষণাকে সামনে রেখে বিটিভি ও বেতারের সঙ্গে রেকর্ডিংয়ের প্রাথমিক সময়সূচিও সমন্বয় করা হয়েছে।
আরও জানা যায়, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সিইসির ভাষণ রেকর্ড করা হবে এবং সেদিন সন্ধ্যায়ই তা প্রচার করা হতে পারে। যদি কোনো কারণে বুধবার তফসিল ঘোষণা সম্ভব না হয়, তবে বৃহস্পতিবার তা নিশ্চিতভাবে ঘোষণা করা হবে।
দায়িত্ব গ্রহণের পর এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের জন্য জাতীয় নির্বাচন আয়োজনই প্রথম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
বিডি/এএন
































