নেই কোনো বাড়ি, গাড়ি বা ব্যাংক ব্যালেন্স:দেশে ফিরে কোথায় উঠবেন তারেক রহমান

Published : ১৬:৪২, ১১ আগস্ট ২০২৫
দীর্ঘ প্রবাসজীবন শেষে শিগগিরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দেশে ফেরার পর তাঁর আবাসন নিয়ে নানা জল্পনা চলছে। জানা গেছে, গুলশানের চেয়ারপার্সনের সরকারি বাসায় থাকার পরিবর্তে রাজধানীতে একটি ভাড়া বাসায় তাঁর থাকার পরিকল্পনা করা হচ্ছে।
রাজশাহীতে কেন্দ্রীয় ঈদগাহের পাশের সড়কে অনুষ্ঠিত মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, “জাতির পিতা জিয়াউর রহমান মারা যাওয়ার আগে কোনো বাড়ি, গাড়ি বা ব্যাংক ব্যালেন্স রেখে যাননি। একইভাবে তারেক রহমানেরও ঢাকায় কোনো স্থায়ী বাড়ি, গাড়ি বা ব্যাংক ব্যালেন্স নেই।”
তিনি আরও জানান, “তারেক দেশে ফিরে আসার পর থাকার জন্য একটি ভাড়া বাসার ব্যবস্থা করা হচ্ছে।”
এদিকে, তারেক রহমান নিজেও একটি ভিডিও বার্তায় দেশে ফেরার ঘোষণা দিয়ে দেশের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর এই ঘোষণা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর তারেকের প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন গতি আনতে পারে।
তবে তাঁর আবাসন সংক্রান্ত বিষয়টি জনমনে কৌতূহল বাড়িয়েছে। অনেকে মনে করছেন, তাঁর নিরাপত্তা ও রাজনৈতিক কার্যক্রমের সুবিধার্থে বিশেষ প্রস্তুতি নেওয়া হবে। রাজনৈতিক অঙ্গন এখন অপেক্ষায় আছে, কখন তারেক রহমানের পা পড়বে ঢাকা মাটিতে।