সারজিসকে ১০ কোটি টাকার মানহানি মামলায় অভিযুক্ত

সারজিসকে ১০ কোটি টাকার মানহানি মামলায় অভিযুক্ত

The Business Daily

Published : ১২:৩৫, ১২ আগস্ট ২০২৫

স্থানীয় একটি আদালতে সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। মামলাকারী ব্যক্তি অভিযোগ করেছেন যে সারজিস তার ব্যক্তিগত সুনাম ও সম্মান ক্ষুণ্ণ করেছে। অভিযোগে বলা হয়েছে, সারজিস বিভিন্ন সাক্ষাত্কার, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং প্রকাশ্য বক্তব্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছেন, যা মামলাকারীর সামাজিক ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। মামলাকারী উল্লেখ করেন, এই ধরনের বক্তব্য জনসাধারণের মাঝে ভুল ধারণা সৃষ্টি করেছে এবং তার মর্যাদা হ্রাস পায়। 

মামলার কাগজপত্রে বলা হয়েছে, সারজিসের বক্তব্যের কারণে মামলাকারীর সামাজিক সম্পর্ক, ব্যবসায়িক কার্যক্রম এবং ব্যক্তিগত জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তিনি ন্যায্য ও ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা দাবী করেছেন। পাশাপাশি সারজিসের বিরুদ্ধে আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে। সারজিসের আইনজীবী মামলাটি অযৌক্তিক এবং ভিত্তিহীন উল্লেখ করে বলেছেন, এই অভিযোগ সম্পূর্ণভাবে প্রমাণহীন এবং উদ্দেশ্যমূলক। তিনি জানান, তাদের ক্লায়েন্ট আইনানুগ প্রতিরোধ করবে এবং সব আইনগত পন্থা গ্রহণ করবে নিজেকে রক্ষা করার জন্য। সারজিসের পক্ষ থেকে কোনো প্রকার ভুল বা মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, মানহানি মামলার ক্ষেত্রে প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়। মামলাকারীর উচিত যথাযথ প্রমাণ সংগ্রহ করা এবং আদালতে তা উপস্থাপন করা। অন্যদিকে, অভিযুক্ত পক্ষেরও যথাযথ প্রতিরক্ষা গড়ে তুলতে হবে। মামলার ফলাফল বিচারক এবং প্রমাণের ভিত্তিতে নির্ধারিত হবে।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আদালতের পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। মামলার এই ধারা দেশের আইনি ব্যবস্থায় মানহানির গুরুত্ব ও সুরক্ষার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এছাড়া এটি সমাজে ব্যক্তিগত মর্যাদা রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠতে পারে।

শেয়ার করুনঃ
Advertisement