রাশেদ খানের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের পেছনে আছেন শেখ হাসিনা

রাশেদ খানের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের পেছনে আছেন শেখ হাসিনা ছবি: সংগৃহীত

The Business Daily Desk

Published : ১৬:৩২, ১২ আগস্ট ২০২৫

ঝিনাইদহে এক সাংবাদিক সম্মেলনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কার্যত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পরামর্শে পরিচালিত হচ্ছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ শহরের স্টেডিয়াম-সংলগ্ন একটি বেসরকারি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, গত এক বছরে দেশের কোনো দৃশ্যমান উন্নয়ন বা ইতিবাচক পরিবর্তন হয়নি। তিনি আরও অভিযোগ করেন, সরকারের উপদেষ্টাদের মধ্যে থাকা এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়লেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, “সরকারকে ভোটের রোডম্যাপ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই, তবে নির্বাচনের সময় প্রশাসনের আমূল পরিবর্তন না হলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। বিগত সরকারের নিয়োগকৃত ওসি, এসপি, ইউএনও, ডিসিদের সরিয়ে না দিলে জনগণ ভোটে আগ্রহী হবে না।”

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রাশেদ খান বলেন, তাদের কেউ দেশে কোনো বেআইনি কর্মকাণ্ড, দাঙ্গা, মারামারি, টেন্ডারবাজি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম নয় বলে তিনি দাবি করেন।

জুলাই সনদ প্রসঙ্গে রাশেদ খান উল্লেখ করেন, সনদে মূল বিষয়গুলো বাদ পড়েছে এবং গত এক বছরে মানুষের কাছে কোনো পরিবর্তন পৌঁছায়নি। তিনি বলেন, “আন্দোলনের ফসল বৃথা যাবে না, না হলে ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠবে।”

রাশেদ খান আরও বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, তারা সাবধান হোন, কারণ জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এবং আপনাদেরও করবে।

সাংবাদিক সম্মেলনে রাশেদ খান দেশের রাজনৈতিক অবস্থা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement