আ.লীগ সরকার গোপনে’ ২২শ কোটি টাকার নজরদারি সরঞ্জাম কিনেছিল

আ.লীগ সরকার গোপনে’ ২২শ কোটি টাকার নজরদারি সরঞ্জাম কিনেছিল

The Business Daily Desk

Published : ১৭:২৪, ১২ আগস্ট ২০২৫

টেকনোগ্লোবাল ইনস্টিটিউটের সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, গত এক দশকে বাংলাদেশের নজরদারি ব্যবস্থা ঔপনিবেশিক আমলের পুলিশিং ঐতিহ্য থেকে আধুনিক সাইবারভিত্তিক নজরদারিতে রূপান্তরিত হয়েছে। ২০০১ সালের ৯/১১ সন্ত্রাসী হামলা এবং ২০১৬ সালের হলি আর্টিজান হামলার পর সন্ত্রাস দমনের অজুহাতে এই প্রযুক্তিগুলো ক্রয় এবং ব্যবহার বেড়েছে।

বাংলাদেশ সরকার প্রায় ১৯০ মিলিয়ন ডলার মূল্যের নজরদারি সরঞ্জাম আমদানি করেছে, যার মধ্যে কমপক্ষে ৪০ মিলিয়ন ডলার ইসরাইলি প্রযুক্তি। এই প্রযুক্তি বেশিরভাগই তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে, কারণ বাংলাদেশের ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।

ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার (এনটিএমসি) এই প্রযুক্তির সবচেয়ে বড় ক্রেতা। তারা ইন্টারনেট ট্রাফিক পর্যবেক্ষণ, ডিক্রিপশন এবং কনটেন্ট ফিল্টারিংয়ের জন্য ডিপ প্যাকেট ইন্সপেকশন এবং স্পাইওয়্যার ব্যবহার করে। এছাড়া র‍্যাব, পুলিশ ও ডিজিএফআইও এ ধরনের সরঞ্জামে ব্যাপক বিনিয়োগ করেছে।

এই নজরদারি প্রযুক্তির মধ্যে রয়েছে আইএমএসআই ক্যাচার, ওয়াই-ফাই ইন্টারসেপ্টর, সেলেব্রাইট, ফিনফিশার এবং প্রিডেটর স্পাইওয়্যার, যা ওয়ারেন্টবিহীন রাষ্ট্র অনুমোদিত নজরদারির সুযোগ দেয়। সেলেব্রাইটের মতো সফটওয়্যার ফোন, ট্যাবলেট ও অন্যান্য ডিভাইস থেকে তথ্য সংগ্রহ করতে সক্ষম।

আইনি দুর্বলতার কারণে বাংলাদেশের পুরনো টেলিযোগাযোগ আইন ও ওয়্যারলেস টেলিগ্রাফি আইন নজরদারির বিস্তারে কাজে লাগানো হয়েছে। এ বিষয়ে সংসদীয় তদারকি বা বিচারিক তদারকি নেই, ফলে রাষ্ট্রীয় নজরদারি ব্যবস্থার অপব্যবহার করে রাজনৈতিক বিরোধী ও নাগরিক সমাজের ওপর নজরদারি এবং দমন করা হচ্ছে বলে প্রতিবেদনটি ইঙ্গিত দেয়।

বিশেষ করে নির্বাচনের আগে এবং গণবিক্ষোভের সময় নজরদারি প্রযুক্তির ক্রয় ও ব্যবহার বেড়ে যায়। সর্বশেষ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে র‍্যাবকে জনসমাবেশে মোবাইল ইন্টারসেপ্টর ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।

এই নজরদারি প্রযুক্তির বিস্তার ও গোপনীয়তা নিয়ে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও মানবাধিকার কর্মীদের উদ্বেগ বেড়েছে। তারা দাবি করছে, নজরদারির ব্যবহার নিয়ন্ত্রণ ও স্বচ্ছতার জন্য প্রয়োজন সঠিক আইন এবং কার্যকর জবাবদিহিতা ব্যবস্থা।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement