যারা সম্পদ লুট করে বিদেশে পাঠায়, তারা স্বাধীনতার শক্তি নয়” — মাসুদ সাঈদী

Published : ১৯:৩৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫
পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, তারা কোনোভাবেই এ দেশের স্বাধীনতার শক্তি হতে পারে না। গত ৫০ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় এসেছে, প্রত্যেকেই দেশের সম্পদ বাইরে নিয়ে গেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পিরোজপুর শহরের পিটিআই, সাহাপাড়া, মধ্যকুমারখালী হয়ে রায়েরকাঠীর রাজবাড়ীতে গণসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, “৫ আগস্টের ঘটনার পর আমরা জামায়াত-শিবিরের ভাইয়েরা প্রতিটি মন্দিরে গিয়ে পাহারা দিয়েছি, সেখানকার মানুষের নিরাপত্তার জন্য সারারাত জেগে থেকেছি। কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি করি। অসাম্প্রদায়িকতার বুলি দিয়ে সমাজে বিভাজন বা হানাহানি সৃষ্টি করি না। সামনে আরেকটি সময় আসছে, এবারও যদি আমরা একই ভুল করি, তবে দেশের ক্ষতির জন্য দায়ী থাকব আমরা নিজেরাই।”
তিনি আরও বলেন, “আপনারা যদি সত্যিই দেশকে ভালোবাসেন, দেশকে গড়ে তুলতে চান ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত সমাজের স্বপ্নে তাহলে আসুন, তাদের পাশে দাঁড়ান। যারা স্বাধীনতার নাম নিয়ে দুর্নীতি করেছে, সম্পদ লুণ্ঠন করেছে এবং হিন্দুসহ অন্যান্য ধর্মাবলম্বীর ওপর হামলা চালিয়েছে তারা কোনোদিনও স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না।”
সভায় জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, পৌর আমির মাওলানা ইসহাক আলী খান, ২ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি অহিদুজ্জামান শেখ, সহ-সভাপতি আলোম মোল্লা এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতা গৌতম নারায়ণ রায় চৌধুরী ও গৌড়রায় চৌধুরী বক্তব্য দেন।
BD/AN