যুগপৎ আন্দোলনে নেই জাতীয় নাগরিক পার্টি: নাহিদ ইসলাম

Published : ২১:৫৮, ১৯ সেপ্টেম্বর ২০২৫
সাত দফা দাবিকে কেন্দ্র করে জামায়াতসহ বিভিন্ন ইসলামী দলের যুগপৎ আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেই বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই। নিম্নকক্ষে নয়, বরং উচ্চকক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) চাই আমরা। এ কারণেই জামায়াতসহ যে কয়টি দল যুগপৎ আন্দোলন করছে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।”
বর্তমানে বড় রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ারও পরিকল্পনা নেই উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই জাতীয় নাগরিক পার্টি এগোবে। আমরা গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে চাই। তাই যৌথ নির্বাচনের প্রস্তুতির জন্য সবাইকে নির্দেশনা দিয়েছি। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি গঠন করে মাঠে নামবে এনসিপি।”
তিনি আরও বলেন, “আমরা শিগগিরই নিবন্ধন পেতে যাচ্ছি। নির্বাচন কমিশন এখনো শাপলা প্রতীক না দেওয়ার মতো কোনো যুক্তি দেখাতে পারেনি। আমরা আশাবাদী, শাপলাই প্রতীক হিসেবে পাব।”
এ সময় দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, “জোট ও গণপরিষদ প্রসঙ্গে আলোচনা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন আওয়ামী দোসররা এখনো সক্রিয়ভাবে ঘুরে বেড়াচ্ছে। তাই তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
BD/AN