নাটোরে দুর্গাপূজার সব মন্দির রক্ষায় পাহারা দেবে বিএনপি

Published : ১০:০৭, ২০ সেপ্টেম্বর ২০২৫
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আসন্ন দুর্গাপূজা ঘিরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে, সে জন্য নাটোরের প্রতিটি মন্দিরে পাহারায় থাকবে বিএনপির নেতাকর্মীরা।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে আওয়ামী লীগের পরাজিত শক্তিরা যদি কোনো ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করে, তবে বিএনপির নেতাকর্মীরাই তা প্রতিহত করবে।
গতকাল নাটোর জেলা বিএনপি কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে শহরের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেখা যায়, দুর্গাপূজার সময় একটি মহল সবসময় ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে তারা উস্কানি দেয়, আর ক্ষমতায় থাকলে মানুষকে ভয় দেখায় ‘জঙ্গি হামলা হবে’। কিন্তু বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এসবই জনগণকে আতঙ্কিত করার কৌশল, যাতে রাজনৈতিক ফায়দা লুটতে পারে।
হিন্দু সম্প্রদায়ের নেতাদের আশ্বস্ত করে দুলু বলেন, ষড়যন্ত্র ও চক্রান্ত রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি সব সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষায় বদ্ধপরিকর। নাটোরেও বিএনপি সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম এবং জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।
BD/AN