আ.লীগের দেড় দশকের শাসনে অর্থনীতি হয়েছে পুরোপুরি ফাঁপা

আ.লীগের দেড় দশকের শাসনে অর্থনীতি হয়েছে পুরোপুরি ফাঁপা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৫৯, ২০ সেপ্টেম্বর ২০২৫

বিগত দেড় দশকে স্বৈরাচারী আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে পুরোপুরি খালি খোলসে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, সম্প্রতি লন্ডনের বিশ্বখ্যাত একটি প্রভাবশালী পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। এটা কোনো সামান্য অঙ্ক নয়। ২৩৪ বিলিয়ন ডলার মানে বিশাল অংকের টাকা। শুধু বাংলাদেশ নয়, এই পাচারের জন্য সেই প্রতিবেদনে ব্রিটেনকেও দায়ী করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

ড. মঈন খান বলেন, সাধারণ গ্রামীণ মানুষকে এই ২৩৪ বিলিয়ন ডলারের হিসাব বোঝানো কঠিন। তাদের উপলব্ধির জন্য আমি বলব আওয়ামী লীগ গত ১৫ বছরে যে টাকা পাচার করেছে, তা দিয়ে অন্তত ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। আর শহুরে নাগরিকদের জন্য সহজভাবে বললে এই টাকার পরিমাণ বাংলাদেশের টানা পাঁচ বছরের জাতীয় বাজেটের সমান। অর্থাৎ, এই অর্থ লুট হয়েছে দেশের গরিব-খেটে খাওয়া মানুষের ঘাম ঝরানো কষ্টার্জিত টাকাই।

তিনি আরও বলেন, গণতন্ত্রই চূড়ান্ত লক্ষ্য নয়, বরং গণতন্ত্র হলো সেই পথ, সেই ব্যবস্থা, যার মাধ্যমে আমরা ১৮ কোটি মানুষের জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করতে চাই। আমাদের লক্ষ্য একটি সমাজব্যবস্থা গড়ে তোলা যেখানে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।

আলোচনা সভায় জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদের সভাপতি এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা ব্যাংক-বীমা ও আর্থিক খাতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের লুটপাটের ভয়াবহ চিত্র তুলে ধরেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement