তারেক রহমানের সাক্ষাৎকারে প্রশংসার ঝড়, মন্তব্য শিশির মনিরের

তারেক রহমানের সাক্ষাৎকারে প্রশংসার ঝড়, মন্তব্য শিশির মনিরের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১২, ৬ অক্টোবর ২০২৫

দীর্ঘ প্রায় দুই দশক পর বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুখোমুখি হয়েছেন কোনো আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকারে। বিবিসি বাংলাকে দেওয়া তার এই দীর্ঘ সাক্ষাৎকারকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনার ঝড়।

সাক্ষাৎকারের প্রথম পর্বে তিনি তুলে ধরেছেন বিএনপির আগামী নির্বাচনী কৌশল, আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা, নেতাকর্মীদের বিচার, এবং সামগ্রিকভাবে বাংলাদেশের নির্বাচনকেন্দ্রিক রাজনীতিতে দলের অবস্থান।

বিবিসি বাংলার এই সাক্ষাৎকারকে বিএনপির জন্য ‘শুভ সূচনা’ হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

তিনি বলেন, “তারেক রহমান সাক্ষাৎকারে অত্যন্ত সুচিন্তিতভাবে ও পরিমিত শব্দচয়ন ব্যবহার করেছেন, যা একজন পরিপক্ব রাজনৈতিক নেতার পরিচায়ক।”

সোমবার (৬ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিশির মনির বলেন, “সকালে বিবিসি বাংলার লাইভ শুনেছি।

আমার মনে হয়েছে, তারেক রহমান খুব ক্যালকুলেটেডভাবে প্রতিটি শব্দ উচ্চারণ করেছেন। তিনি এমনভাবে কথা বলেছেন, যাতে তার বক্তব্য বিকৃত করে কেউ যেন ভিন্ন অর্থ দাঁড় করাতে না পারে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই তার প্রতিটি কথা ও উপস্থাপনাই জাতির জন্য শিক্ষণীয়। এটা নিঃসন্দেহে একটি ইতিবাচক সূচনা।”

অ্যাডভোকেট শিশির মনিরের মতে, একজন রাজনৈতিক নেতার বক্তব্যে কৌশল ও সংযম থাকা জরুরি। তারেক রহমানের এই সাক্ষাৎকারে সেটি স্পষ্টভাবে ফুটে উঠেছে।

“বিবিসির মতো আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার আগে তিনি সম্ভবত প্রফেশনাল পরামর্শ নিয়েছেন,” উল্লেখ করে শিশির মনির বলেন, “এই সাক্ষাৎকার ইতিহাসে দলিল হিসেবে থেকে যাবে।”

তিনি আরও যোগ করেন, “তারেক রহমানের লক্ষ্য ছিল এমনভাবে বক্তব্য দেওয়া, যাতে কোনো বিতর্কের জন্ম না হয়। প্রথম পর্বে তিনি সেটিতে সফল হয়েছেন। আমার মনে হয়, এটি একটি ভালো সূচনা, সময়ই বলবে এর প্রভাব কতটা বিস্তৃত হয়।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement